বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে সিনিয়ম-জুনিয়র প্রিতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) বিকেলে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি খান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আছাদুল ইসলাম পান্না। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদ যুগ্ন আহবায়ক কবির হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সংগঠক শেখ সুজনসহ ক্রীড়াপ্রেমিরা উপস্থিত ছিলেন।
১৫ ওভারের সিনিয়ম-জুনিয়র প্রিতি ক্রিকেট টুর্নামেন্টে ৬ ইউকেটে ১৯৯ রান সংগ্রহ করে জুনিয়র টিম। এর বিপরীতে সকল ইউকেট হারিয়ে মাত্র ১১৫ রান করতে সক্ষম হয় সিনিয়র দল। খেলা শেষে সবার মাঝে শুভেচ্ছা উপর বিতরণ করা হয়। দীর্ঘদিন পরে এমন আয়োজনে খুশি অংশগ্রহনকারী ও স্থানীয়রা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি খান মনিরুল ইসলাম বলেন, ঈদ পুনর্মিলনীতে যে ব্যতিক্রম আয়োজন হয়েছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ধরণের খেলাধুলার নিয়মিত আয়োজন কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে সহযোগিতা করবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিনিয়ত এমন আয়োজন করার জন্য সকলকে আহবান জানান এই নেতা।