নিজস্ব প্রতিনিধি
৫ এপ্রিল (শনিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলাধীন চরপার্বতী ইউনিয়ন এর সভাপতি মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলসগীর কবিরের পরিচালনায় ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন সম্মেলন বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি এম এ এস হারুন, সহসভাপতি মাওলানা মোতালেব হোসাইন।
বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী
তিনি তার বক্তব্যে বলেন, ৭১ সালের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান ক্ষমতা এসেছেন, পরবর্তীতে হোসাইন মুহাম্মদ এরশাদ, মেজর জিয়াউর রহমান, শেখের বেটি হাসিনা, বেগম জিয়া এভাবে দেশের শাসন ব্যবস্থার বার বার পরিবর্তন হলেও দেশের জনগনের ভাগ্যের পরিবতন হয়নি।
ভাগ্যের পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতায় ছিলো তাদের চৌদ্দগুষ্টির। নিজের দলের নেতা কর্মীদের। আমরা আর এমন পরিবর্তন চাই না। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি উপরে চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়া গণঅ-ভ্যুত্থানের সাথে বিশ্বাস ঘাতকাতার শামিল। বরং বিগত স্বৈরতন্ত্র যে চরিত্র ও ব্যাপকতা নিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে তাতে দল হিসেবে আওয়ামী লীগের দায় সুস্পষ্ট। তাই খুন, গুম, হত্যা ও নিপীড়নের জন্য দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আগামীতে যাতে আর কোন ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে সেজন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর বিচারিক ব্যবস্থা গ্রহন করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল লতিফ, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমরান হোসাইনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।