ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা: ৩ আসামী র‌্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-০৬ ০০:১২:৫২
রাজশাহী মহানগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা: ৩ আসামী র‌্যাবের জালে রাজশাহী মহানগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা: ৩ আসামী র‌্যাবের জালে


নিজস্ব প্রতিবেদক​

রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান ৩জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব- শুক্রবার (৪এপ্রিল) রাত পৌনে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ শাকিল (২১), মোঃ রবিন (২৭), তারা মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠ এলাকার মোঃ মোবারকের ছেলে। গ্রেফতারকৃতরা সম্পর্কে আপন দুই ভাই। মোঃ শুভ (২৪), একই থানার শেখেরচক বিহারীপাড়া এলাকার মোঃ শুকুরের ছেলে। শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত ২৬ (অক্টোবর ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব শত্রæতার জের ধরে বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে নিহত মোঃ মীমকে (২৩), দেশীয় অস্ত্রদ্বারা এলোপাথাড়ী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে আসামীরা।

ওই সময় তারা ডান হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে ফেলে। পরে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে রেখে পালিয়ে যায় আসামীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাবের ব্যাপক তৎপরতায় (২৭ মার্চ) আসামী রুমনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার রাতে আরও ৩জন আসামীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-এর সদস্যরা।

এ ব্যপারে গ্রেফতার আসামীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ