ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ


আপডেট সময় : ২০২৫-০৪-০৫ ২৩:৪৭:০৬
মঠবাড়িয়ায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ


মঠবাড়িয়া পিরোজপুর সংবাদদাতা ঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে মিরুখালী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন ফরাজী, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, বাবু, সগীর মোল্লা, সগীর মল্লিক, যুবদল নেতা বাদল, মিলন ও ছাত্রদল নেতা মো. এমরান প্রমূখ।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার পরে মিরুখালী বাজারে সন্ত্রাসী হামলায় আ. লতিফ হাওলাদার (৫৮), তার বড় ভাই মো. হানিফ হাওলাদার (৬০), ছোট ভাই মো. কবির হাওলাদার (৫০) ও মিরুখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. কাওসার আহমদ (৪৫) আহত হয়। আহতদের শুক্রবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে গুরুতর আহত লতিফ হাওলাদার ও হানিফ হাওলাদারকে বরিশাল প্রেরণ করা হয়।

এঘটনায়, শনিবার সকালে মো. কবির হাওলাদার বাদী হয়ে ৯ নং ওয়ার্ড(মিরুখালী) আ’লীগ সভাপতি মো. এমাদুল হককে ১নং আসামী করে এজাহার নামীয় ১৪ জন এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

হামলায় আহত মো. কাওসার জানান, ওয়ার্ড আ’লীগ সভাপতি মো. এমাদুলের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে লতিফ ও তার উপর হামলা করে।

এসময়ে বাধা দিতে গেলে তাকেও আহত করা হয় বলে তিনি জানান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ