ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

উজিরপুরে গৃহ বধু আত্ম হত্যা নয় হত্যা করে আত্ম হত্যার নামে চালিয়ে দেয়ার পরিবারের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৪-০৫ ২১:৫০:০১
উজিরপুরে গৃহ বধু আত্ম হত্যা নয় হত্যা করে আত্ম হত্যার নামে চালিয়ে দেয়ার পরিবারের অভিযোগ উজিরপুরে গৃহ বধু আত্ম হত্যা নয় হত্যা করে আত্ম হত্যার নামে চালিয়ে দেয়ার পরিবারের অভিযোগ



কে এম সোহেব জুয়েল:

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের ভ্যান চালক হত দরিদ্র রুবেল মোল্লার কন্যা নিশি আক্তার ২০ কে গলায় ওড়না পেচিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাষ ঘড়ের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্ম হত্যা বলে চালিয়ে দিতে বিভিন্ন অপ - কৌশলে মরিয়া উঠছেন, নিশির স্বামি রাব্বি -২৩, ও তার (রাব্বির) ২ য় স্ত্রী লামিয়া- ১৯ রাব্বির মা পাখি বেগম ৪৫ খালা হেনা বেগম ৪০,এমন  অভিযোগ  করছেন নিহত নিশি আক্তারের পরিবারের লোকজন। 

নিশির অসহায় বাবা ভ্যান চালক রুবেল মোল্লা  অভিযোগ করে বলেন, গত ৪ বছর পুর্বে তার কন্যা নিশিকে একই গ্রামের লিটন হাওলাদারের পুত্র রাব্বির কাছে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দেন । বিবাহের পর থেকে তার (নিশি) স্বামী রাব্বি শাশুরি পাখি বেগম যৌতুকের জন্য নিশিকে মার ধর করতেন। 

কিন্তু অসহায় পিতা ভ্যান চালক রুবেলের পক্ষে যৌতুকের টাকা দেয়া সম্ভব না হওয়ায় নিশির স্বামী গত ৩/৪ মাস পূর্বে উজির পুর থানার সাতলা ইউনিয়নের পূর্ব সাতলা গ্রামের আবদুল হাইয়ের কন্যা লামিয়াকে প্রেমের মাধ্যমে বিয়ে করেন, বখাটে নিশির স্বামী রাব্বি। এ নিয় নিশির সংসারে চরম অশান্তি বিরাজ করে স্বামী রাব্বি সাথে।

তারি ধারাবাহিকতায় গত, ৪/৫ দিন পূর্ব নিশিকে হত্যার চিন্তা মাথায় নিয়ে ছোট স্ত্রী লামিয়াকে ঘড়ে তুলতে তার নিজ বাড়ি ছেরে মশাং বাজারের সন্নিকটে নির্জন এক বাড়ি ভারা করে নিশিকে ঘড়ে উঠিয়ে নিশির দুই বছরের শিশুকে দুরে সরিয়ে রাখে নিশির স্বামী রাব্বি। 

পূর্ব পরিকল্পিত ভাবে ৪ ঠা এপ্রিল ২০২৫ ওই ভারা বাড়িতে নিশির স্বামী রাব্বি তার মা পাখি বেগম-, খালা হেনা বেগম, রাব্বির ২য় স্ত্রী - লামিয়া  নিশিকে গভীর রাতে শ্বাস রুদ্ধ করে হত্যা করে অপ মৃত্যু বলে চালিয়ে দিতে ব্যাস্হ সময় পারি দিতে বিভিন্ন জায়গায় দৌরঝাপ চালাচ্ছেন বলে এমন অভিযোগ করেন, নিশির পিতা রুবেল হাওলাদার ও তার পরিবারের লোকজন।

 নিশির হত্যার পর নিশির স্বশুরালয় তার (নিশির) মা বাবাকে ৪ এপ্রিল সকাল ৭ টায় ফোন দিলে তারা নিশির (পরিবারের লোকজন) এসে স্হানীয় লোকজনকে অবহিত করেন। স্হানীয়রা উজিরপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনা স্হান পরিদর্শন করে লাশের ময়না তদন্ত শেষে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেন। 

এ বিষয় উজিরপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। নিশির পরিবারের লোকজনের অভিযোগ নিশি আত্ব হত্যা নয় তার স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে হত্যা এড়াতে নানান কৌশল অবলম্বন করছেন। তাই এই হত্যা কান্ডের বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনেন সর্ব মহলে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ