ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ -ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি ইতিবাচক: ভোলায় আন্দালিভ রহমান পার্থ


আপডেট সময় : ২০২৫-০৪-০৫ ২০:৫৩:০১
বাংলাদেশ -ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি ইতিবাচক: ভোলায় আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ -ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি ইতিবাচক: ভোলায় আন্দালিভ রহমান পার্থ



আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

থাইল্যান্ডে অনুষ্টিত বাংলাদেশ - ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটি আমি ইতিবাচক হিসাবে দেখছি। ড. ইউনুস এর সরকার একটি বিপ্লবের সরকার, একটি অভ্যুত্থানের সরকার। জনগনের দ্বারা নির্বাচিত সরকার নয়। তবে জনগনের সরকার। এই সরকার যাতে ফেইল না করে এজন্য প্রথম থেকেই তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। 

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলা উকিল পাড়াস্থ শান্ত নীড়ে সাংবাদিকদের সাথে তিনি এ সব কথা বলেন।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সংস্কার অবশ্যই প্রয়োজন তবে আমি মনে করি বড় যে সংস্কার গুলো রয়েছে সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিৎ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এত বছর নির্বাচন হয় নাই। মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জনগনের কাছে আমাদের কমিটমেন্ট জনগনের উপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পাড়ি তাহলে জনগনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিৎ হবে না। নির্বাচন জুলাইতে হবে না ডিসেম্বরে হবে এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিজিপি'র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজেপি'র সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা শ্রমিক পার্টি আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট), জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিকী টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হোসেন, সাধারন সম্পাদক নাজিমউদ্দীন নাজু, ভোলা পৌরসভা বিজেপি'র সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মানষঘোষ শান্ত। 

রোববার ৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকীতে যোগ দিতে  শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ