মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে, দিনাজপুরের ফুলবাড়ীতে পিওর হেল্থ ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে সাংবাদিকদের সাথে ঈদপূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ীর ঢাকা মোড়ে অবস্থিত উন্নত চিকিতসা সেবা ও মানসম্মত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে কার্যক্রম সম্পর্কে অবহতি করতে সাংবাদিকগণের সাথে ঈদ পরবর্তী ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ২৪ মার্চ ব্যবসা নয় মানব সেবার উদ্দেশ্যে পিওর হেল্থ ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ সোহাগ ইসলামের পরিচালনায় পূনর্মিলনী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ হোসাইন তুহিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহরিয়ার সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কর্মকর্তা মোঃ দারাজ উদ্দিন মন্ডল।
এসময় ফুলবাড়ী প্রেসক্লাবের নবগত সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু শহিদ, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আজগার আলী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক লাখোকন্ঠ, দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ রজব আলী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ মেহেদী হাসান উজ্জল, কোষাধ্যক্ষ ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ মোকাররম হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফয়জার হোসেন, জাকির আহমেদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।