ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে এসএসসি '৮৪ব্যাচের মিলনমেলা ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৪-০৪ ১৮:০৯:৩১
গৌরীপুরে এসএসসি '৮৪ব্যাচের মিলনমেলা ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠিত গৌরীপুরে এসএসসি '৮৪ব্যাচের মিলনমেলা ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি,
 
‘এক আত্মা এক প্রাণ, আমরা সবাই চুরাশিয়ান’ এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২ এপ্রিল) এসএসসি ৮৪ ব্যাচের মিলনমেলা ও ঈদপুণর্মিলনী গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪১বছর পর প্রিয় বন্ধু-বান্ধবীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে। স্মৃতিচারণে উঠে আসে কৈশরের গল্প, স্কুলের জীবনের ফেলে আসা হাসি-আনন্দমাখা সুখময় দিনগুলো কথা।

স্মৃতিচারণপর্বে সভাপতিত্ব করেন, চুরাশিয়ানের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী রিয়াজুল হাসনাত। সঞ্চালনা করেন, দৈনিক ইত্তেফাকের গৌরীপুর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিন্টু।

স্মৃতিচারণ করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুর বাসেত, দিলীপ কুমার দেবনাথ, মো. আব্দুল বাসেদ কাজল, মো. মোয়েতাসেমুর রহমান হুমায়ুন, আহাম্মদ হোসেন, মো. জয়নাল আবেদিন, মো. আব্দুল লতিফ, মো. ইদ্রিছ আলী, এমিলি, মেরিনা পারভীন, অধ্যাপক ডা. নার্গিস সুলতানা, এডভোকেট গোপাল চন্দ্র সাহা, মো. নুরুল ইসলাম মিতা, মো. মাহবুব আল মামুন, শাহ আরশাদুল হক, মো. এমদাদুল হক মুকুল, উম্মে জহুরা আক্তার নূর জলি, মো. আব্দুর রাজ্জাক, এনায়েত হোসেন শামীম, নাজমুন নাহার খানম, কবিতা আক্তার, মো. এমদাদুল হক মিলন, সাধনা রাণী সাহা, আনোয়ারা পারভীন বীণা, তপন চন্দ্র দে, মোস্তফা কামাল আহমেদ ছালাম, মো. আবুল কালাম আজাদ, মো. এনায়েত উল্লাহ রানা, মো. রুহুল আমিন, কাজী আব্দুল্লাহ আল মামুন, মো. লুৎফর রহমান, মনিরুজ্জামান মামুন, মো. আব্দুস সাত্তার, এম.এ মালেক, মো. আব্দুল মতিন ফকির, কল্লোল মজুমদার, মো. আশরাফুল ইসলাম, মো. সাহাব উদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. মাহমুদুল ওয়াহাব মনি, মো. সোহরাব উদ্দিন, মো. আব্দুল মোতালিব, মো. মাসুদ আলম ভূইযা মুকুল, মো. সামসুদ দোহা কাজল, এবিএম আমিনুল হক, সুরজিত সেন গুপ্ত তাতল, আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মো. আলী উছমান তুহিন, মো. মো. মুরসালিন, সুমিত্রা রাণী রায়, মকবুল হোসেন, জাহানারা বেগম, মনোয়ারা বেগম, এম এরশাদ, মো. আমিনুর ইসলাম, মো. খায়ের উদ্দিন রতন, সঞ্চিত কুমার চন্দ, তপন চন্দ্র দেবনাথ, মো. ছায়েদুর রহমান, ডা. মো. ফিরোজ খান পাঠান, মো. মইনুল হোসেন হিরা, মো. আবু ছিদ্দিক, মো. মনহর উদ্দিন, বি আম্মা রোকেয়া বেগম, মো. আব্দুল খালেক, মো. সহিদ উল্লাহ প্রমুখ।

উপস্থিত ছিলেন, এসএসসি চুরাশিয়ান গ্রুমের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল মোমেন খান, জেলা প্রতিনিধি আজাদ।

 অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, চুরাশিয়ান শিল্পী কল্লোল মজুমদার, এবিএম আমিনুল হক মিন্টু, অঞ্জনা, এবং অপূর্ব শিল্পী গোষ্ঠী। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ