নীলকমল নৌ পুলিশের অভয়াশ্রম অভিযানে আটক-৫
আপডেট সময় :
২০২৫-০৪-০৪ ১৫:৩১:২৩
নীলকমল নৌ পুলিশের অভয়াশ্রম অভিযানে আটক-৫
হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার সীমান্তবর্তি ও চাদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তি নীলকমল নৌ-পুলিশ ফাড়ির মেঘনা নদীতে অভয়াশ্রম অভিযান অব্যাহত রেখেছে।
গত বৃহস্পতিবার দিনব্যাপী মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভয়াশ্রম অভিযান করেন। অভিযানে ৫ জন জেলে আটক সহ দুটি ইঞ্জিন চালিত নৌকা, প্রায় ১ লক্ষ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করে।
জানা যায়, নীলকমল নৌপুলিশ ফাড়ির ইনচার্জ কংকন বিশ^াস এর নেতৃত্বে নৌ-পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। পরে আটক জেলেদের মৎস্য আইনে দুটি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্তিতিতে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এবং উদ্ধার করা জাটকা ইলিশ গরীব অসহায় দুস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
নীলকমল ফাড়ির ইনচার্জ কংকন বিশ^াস জানান, সরকারের আইন ব্যস্তবায়নে শতভাগ অভিযান পরিচালনা করে আসছি।সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করলে তাদের আইনের আওতায় আনা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স