ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিংড়ায় তিশিখালি মেলায় চাঁদাবাজি, জুয়া ও অশ্লীলতা বন্ধে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-০৪ ১৫:১৪:৪৭
সিংড়ায় তিশিখালি মেলায় চাঁদাবাজি, জুয়া ও অশ্লীলতা বন্ধে যৌথবাহিনী সিংড়ায় তিশিখালি মেলায় চাঁদাবাজি, জুয়া ও অশ্লীলতা বন্ধে যৌথবাহিনী



নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের চলনবিলের প্রাণকেন্দ্রে তিশিখালীতে খ্যাতনামা দরবেশ হজরত ঘাসি দেওয়ান (রহঃ) প্রায় ৪শত বছর আগে তিরোধন হন। তাঁর তিরোধনের পর তার শিষ্য ও ভক্তরা সেখানে মাজার গড়ে তোলেন।

হজরত ঘাশি দেওয়ান (রহঃ) এর মাজার তিশিখালি মাজার নামে পরিচিত। ঐ মাজারকে কেন্দ্র করে প্রতি বছর চৈত্র মাসের ১৪ তারিখে বিশাল এলাকা জুড়ে মেলা বসে।

জানা যায়, দীর্ঘদিন যাবত মাজার কে কেন্দ্র করে প্রতি বৃহঃস্পতিবার দিবাগত রাতে  বিভিন্ন জেলা হতে
নারী /পুরুষ বাউল শিল্পী নিয়ে এসে রাতভর অশ্লীল নাচ গানের আয়োজন করত মাজার কমিটি। এছাড়াও নাচ গানের পাশাপাশি, মাদক ক্রয়বিক্রয়, ও জুয়া চলত। 

দীর্ঘদিন যাবত মাজার কমিটি আয় ব্যায়ের কোন হিসাব দেয়না, তাদের মনগড়া ভাবে পরিচালনা করত মাজার। কিছুদিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের দান বাক্স সিলগালা করা হয়েছে। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন,
সরকারি কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, মাজারের দান বাক্স সিলগালা করা হয়েছে, মেলার পরের দিন দান বাক্স খোলা হবে ও মাজারের নামে ব্যাংক একাউন্ট খোলা হবে। দান বাক্সের টাকা মসজিদের কাজে ব্যায় করা হবে।

তিনি আরও বলেন, এবছরে মেলাতে কোন টেন্ডার দেওয়া হয়নি, উন্মুক্ত। তাই চাঁদাবাজির কোন সুযোগ নাই। মেলাকে কেন্দ্র করে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের টহল দল নিয়মিত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ