ঢাকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও চালু পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম


আপডেট সময় : ২০২৫-০৪-০৪ ১৫:০৩:২৮
ঈদের ছুটিতেও চালু পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম ঈদের ছুটিতেও চালু পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম


উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি 

এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক,খুলনা এবং উপপরিচালক (পরিবার পরিকল্পনা), বাগেরহাট জনাব মো. শামসুদ্দীন মোল্লা এর পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ সদর ক্লিনিক, বাধাল, গোপালপুর, ধোপাখালী ও গজালিয়া  ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মঘিয়া  ও রাড়ীপাড়া আরডি ক্লিনিক থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার ৭ দিন কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে।

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে বাগেরহাট জেলাধীন কচুয়া উপজেলার বাধাল মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে (ইউ.এইচ এন্ড এফ.ডব্লিউ.সি) সার্বক্ষণিক সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

স্থানীয়ভাবে মসনি বাজার হাসপাতাল নামে পরিচিত এই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) জনাব কবিতা রানী দাস জানান, ঈদের ছুটিতে এই কেন্দ্রে একজন গর্ভবতীকে স্বাভাবিক প্রসব সেবা (ঈদের তিন দিন পূর্বে )  (এন.ভি.ডি) দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রে আগত গর্ভবতীদের প্রসব পূর্ববর্তী সেবা (এএনসি), প্রসব পরবর্তী সেবা (পিএনসি), পরিবার পরিকল্পনার ১০ বছর মেয়াদী আইইউডি, তিন মাস মেয়াদী ইনজেক্টটেবল পদ্ধতির সেবাসহ পরিবার পরিকল্পনার স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন সেবা, কিশোর-কিশোরীর যত্ন, মা ও শিশু স্বাস্থ্যের সেবা এবং সাধারণ রোগী সেবা দেওয়া হয়েছে।

এই কেন্দ্র থেকে সকল সেবা বিনামূল্যে পাওয়া যায় পাশাপাশি পরিবার পরিকল্পনার সকল দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতির সেবা গ্রহণের ক্ষেত্রে, সরকার নির্ধারিত হারে, ক্ষেত্রমত যাতায়াত/ক্ষতিপূরণ ও ফলো-আপ ভাতা দেওয়া হয়ে থাকে। এই কেন্দ্র থেকে দিনে রাতে সব সময়ে সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাওয়া যায় বলে কেন্দ্রটি সাধারণ জনগণের ভরসার স্থান হয়ে উঠেছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ