নিজস্ব প্রতিবেদক,
র্যাব এর যৌথ অভিযানে রংপুর পীরগঞ্জ থানাধীন এলাকা হতে চাঞ্চল্যকর অপহরণ মামলার এজহারনামীয় পলাতক আসামী গ্রেফতার।
’বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, বাদীর দায়েরকৃত এজাহার অনুযায়ী গত ৩০ মার্চ ২০২৫ তারিখে আসামী মোঃ কালাম শেখ (৪৪) ১০ মাস বয়সের বাচ্চার মাকে চেতনানাশক ঔষধ খাইয়ে উক্ত ১০ মাস বয়সের বাচ্চাকে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। যার প্রেক্ষিতে গত ৩১ মার্চ ২০২৫ তারিখ সময় ০০.১০ ঘটিকায় ১০ মাস বয়সের বাচ্চার মাতা মোছাঃ মরিয়ম খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে বিষয়টি র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-১২, ব্যাটালিয়ন সদর সিরাজগঞ্জ ক্যাম্পের নজরে আসে। আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় নিশ্চিত হয়।
এরই ধারাবাহিকতায় ০৩ এপ্রিল ২০২৫ খ্রিঃ আনুমানিক ১৫১০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-১২, ব্যাটালিয়ন সদর সিরাজগঞ্জ ক্যাম্পের এর যৌথ আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১০ মাস বয়সের বাচ্চার অপহরণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ কালাম শেখ (৪৪), পিতা- মৃত গোলদার শেখ, সাং- চর খাদুলী, থানা- ধুনট, জেলা-বগুড়া’কে রংপুর পীরগঞ্জ থানাধীন এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।