ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটির শেষে ঢাকায় ফিরতি যাত্রা শুরু, এখনও ফাঁকা রাজধানী


আপডেট সময় : ২০২৫-০৪-০৩ ২৩:৫৯:২২
ঈদের ছুটির শেষে ঢাকায় ফিরতি যাত্রা শুরু, এখনও ফাঁকা রাজধানী ঈদের ছুটির শেষে ঢাকায় ফিরতি যাত্রা শুরু, এখনও ফাঁকা রাজধানী

আব্দুর রহমান ঈশান: ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন, কর্মজীবী মানুষ। তবে অনেকে এখনো গ্রামের বাড়িতে যাচ্ছেন, ফলে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঈদের চতুর্থ দিনেও ঢাকার কমলাপুর রেলস্টেশনে ভিড় দেখা গেছে। তবে ফিরতি যাত্রীর তুলনায় ঢাকাছাড়া মানুষের সংখ্যাই বেশি। শুক্র ও শনিবার ছুটি থাকায় রোববার থেকে রাজধানী কর্মচঞ্চল হবে, সেই সুযোগ কাজে লাগাচ্ছেন অনেকে।
 
বাসস্ট্যান্ডগুলোতে ভিড় কম থাকলেও ট্রেন স্টেশনে যাত্রীদের চাপ রয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে এবং ফিরতি টিকিটের সংকট নেই। তবে ট্রেনের অধিকাংশ আসন ফাঁকা থাকছে, কারণ ঢাকায় ফিরতি যাত্রী এখনো কম। বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই এখনো ছুটি কাটিয়ে ফিরছেন।
 
ফিরতি যাত্রীদের অনেকেই জানিয়েছেন, স্বস্তিদায়ক যাত্রা করছেন তারা। খুলনা থেকে আসা এক যাত্রী জানান, এবার ট্রেনে কোনো ভোগান্তি হয়নি।

অপর এক যাত্রী জানান, ভিড়ের আগে ঢাকায় ফিরেছেন, যাতে কাজে অসুবিধা না হয়।
 
কমলাপুর স্টেশন মাস্টার জানান, ঈদে ঢাকা ছাড়ার চাপ বেশি থাকে বলে ট্রেনযাত্রায় বাড়তি নজর দেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৭০ হাজার যাত্রী পরিবহন করছে রেলওয়ে। ফিরতি যাত্রায় চাপ সামলাতে কিছু ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে এবং জয়দেবপুর থেকে ঢাকামুখী টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে।
 
এদিকে, রাজধানীর সড়কগুলো এখনো ফাঁকা, যানজট নেই। বেশিরভাগ দোকানপাট বন্ধ, কাঁচাবাজারেও ক্রেতার সংখ্যা কম। গণপরিবহন কম যাত্রী নিয়ে চলাচল করছে। অনেক সিএনজি, রিকশা ও রাইড শেয়ারিং বাইকার যাত্রী সংকটে অপেক্ষা করছেন।
 
অনেকেই ঢাকায় ফিরতে শুরু করলেও ঈদের ছুটির আমেজ এখনো কাটেনি। খুলনা থেকে আসা এক ব্যক্তি জানান, পদ্মা সেতুর কারণে যাতায়াত সহজ হয়েছে, এবার দীর্ঘ ছুটি কাটিয়ে ফিরেছেন। অন্যদিকে, কিছু মানুষ এখনো গ্রামে যাচ্ছেন, ফলে ঢাকাছাড়া যাত্রীর সংখ্যা বেশি। বাস কাউন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, বাসের সিট ফাঁকা যাচ্ছে, তবে দু-একদিনের মধ্যে কর্মজীবীরা পুরোদমে ফিরতে শুরু করবেন।
 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ