ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মুলাদীতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাংচুর ও লুটপাট


আপডেট সময় : ২০২৫-০৪-০৩ ২২:১৪:৪০
মুলাদীতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাংচুর ও লুটপাট মুলাদীতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাংচুর ও লুটপাট



মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাংচুর ও লুটপাট, ৯৯৯ এ ফোন দিয়ে জীবন রক্ষা পেলো একটি পরিবার।

হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের ৪নং ওয়ার্ডের আঃ রব রাড়ীর পুত্র শাহাদাত হোসেন রুবেল এর সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই এলাকার মৃত লতিফ হাওলাদারের পুত্র সালাম হাওলাদারের।

দীর্ঘদিন যাবত সালাম হাওলাদার জোর পূর্বক শাহাদাত হোসেন রুবেলের ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে এবং বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছে। পূর্বে এনিয়ে শাহাতাদ হোসেন রুবেল প্রতিবাদ করলে সালাম হাওলাদার ও তার লোকজন রুবেলের পরিবারের উপর হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে।

উক্ত ঘটনায় মুলাদী থানায় মামলা দায়ের করা হয় যাহা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলার পর থেকেই সালাম হাওলাদার ও তার লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন সময় রুবেল সহ তার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসছে বলে জানান রুবেল।

এরই প্রেক্ষিতে গত ২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় সালাম হাওলাদার ও তার পুত্র মিন্টু হাওলাদার, ইমাম হাওলাদার, সাদ্দাম হাওলাদার সহ ভারাটে লোকজন নিয়ে প্ধূসঢ়;র্ব পরিকল্পিত ভাবে শাহাদাত হোসেন রুবেলের বসত বাড়ীতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শাহাদাত হোসেন রুবেল, সোলায়মান বেপারী, কবির বেপারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বসত ঘর কুপিয়ে ভেঙ্গে চুরে ঘরের ভীতরের সকল মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে রুবেল সহ তার পরিবারকে উদ্ধার করে। পরবর্তিতে গুরুতর আহতদের মুলাদী হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাদের অবস্থা আসঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করেন।

এঘটনায় শাহাদাত হোসেন রুবেল বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ