ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৪-০৩ ২২:০৭:৪৪
​পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর মরদেহ উদ্ধার ​পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর মরদেহ উদ্ধার
 

 

পটুয়াখালী প্রতিনিধি,

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২ এপ্রিল) সন্ধার দিকে, জেলা কারাগারের নিচ তলার একটি ব্যারাকের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সাজেদুর রহমান শেরপুর জেলার শ্রীবরদী থানার সাইফুল ইসলামের ছেলে। তা‌কে গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা কারাগার থেকে পটুয়াখালী জেলা কারাগারে বদলি করা হ‌লে চলতি বছরের ১২ জানুয়ারি পটুয়াখালী জেলা কারাগারে ‌তি‌নি যোগদান করেন।

জেলা কারাগারের কারারক্ষী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১২টায় ডিউটি শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয় কারারক্ষী সাজেদুর রহমানের। ডিউটি শেষ করে বাসায় না ফেরায় তার স্ত্রী ফাহিমা বেগম তাকে খোজ করতে কারাগারে পৌঁছান। অনেক খোঁজাখুজির পর নিচ তলার একটি ব্যারাকের দরজা ভেঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্ত্রী ও কারারক্ষীরা। এ সময় তাকে নামিয়ে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শুভ সাহা জানান, সন্ধ্যার পরে সাজেদুর রহমান নামে কারারক্ষীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাঁর গলার পেছন দিকে দাগ ছিল। আপাতত তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. লাভলু জানান, সাজেদুর রহমান অসুস্থ থাকার কারনে কয়েকদিন আগেও ছুটিতে ছিলো।
 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ