সড়ক দূর্ঘটনা রোধে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৪-০৩ ২১:৫৩:৩৫
সড়ক দূর্ঘটনা রোধে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি,
সড়ক দূর্ঘটনা রোধে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে স্পিড ব্রেকারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। এর ফলে প্রাণ হারাচ্ছে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি দুইজন মোটরসাইকেল আরোহী অনিক এবং পলাশ নামে দুই যুবক এখানে দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর আগেও এক স্কুল শিক্ষক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং একাধিক শিক্ষার্থীও দুর্ঘটনার শিকার হয়েছেন।
বিগত দিনে এখানে একটি গতিরোধক ছিলো, যা দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতো। কিন্তু পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সেই গতিরোধক তুলে ফেলা হয়, যার ফলে যানবাহনের গতি বেড়ে যায় এবং দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে। এই মর্মান্তিক পরিস্থিতির প্রতিবাদে এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে আজ কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এই মহাসড়ক দিয়ে দ্রুতগতির যানবাহন চলাচল করে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তারা আরও বলেন, স্কুলের সামনে কোনো ধরনের ট্রাফিক ব্যবস্থা বা গতিরোধক না থাকায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বেড়েই চলেছে। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, শুধু আশ্বাস দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। অতীতে বহুবার এই ইস্যুতে দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের মানববন্ধনে অংশগ্রহণকারীরা একটাই দাবি জানায়—অবিলম্বে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে গতিরোধক পুনরায় স্থাপন করতে হবে এবং দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উক্ত মানববন্ধন পরিচালনা করেন, কুষ্টিয়া জেলা স্কুলের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র গোলাম মাহমুদ রুবেল।
শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের সম্মিলিত এই মানববন্ধন স্থানীয় প্রশাসনের টনক নড়াবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে সবার একটাই চাওয়া—আর কোনো মায়ের কোল খালি হোক না, আর কোনো শিক্ষার্থী বা পথচারী যেন এই মহাসড়কে অকালে প্রাণ না হারায়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স