ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ঈদ আনন্দ শেষে কর্ম স্থানে ছুটছে মানুষ


আপডেট সময় : ২০২৫-০৪-০৩ ২১:৩৪:১৮
​ঈদ আনন্দ শেষে কর্ম স্থানে ছুটছে মানুষ ​ঈদ আনন্দ শেষে কর্ম স্থানে ছুটছে মানুষ



মো নাহিদুর রহমান শামীম ভ্রাম্যমাণ প্রতিনিধি, 

ঈদুল ফিতর আনন্দ উৎসব শেষ করে নিজনিজ কর্ম স্থানে ছুটছে মানুষ। 

প্রিয় মানুষ গুলি সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মানুষ ছুটে গিয়ে ছিল নিজের ভূমিতে, আর এখন কর্মের জন্য আবার ছুটে আসে নিজনিজ কর্ম স্থানে, 

তাই আরিচা ও পাটুরিয়াগামী মানুষের ভির, শনিবার বার অনেক বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাবে তাই আগে থেকে ফিরতে হচ্ছে,  
অপর দিকে মানুষ ফিরতে শুরু করলে পাটুরিয়া ও আরিচা ঘাটে আইন শৃঙ্খলা বাহিনী তার দ্বায়িত্ব পালন করছে। 

যে হতু, আজ ঈদের চতুর্থ দিন তাই কিছু টা বারতি ভাড়া ও দিতে হচ্ছে, কিছু যাত্রী সাধারণ সাথে কথা বলে জানা গেলো, তাদের ছুটি শেষ শনিবার ও বরিবার অফিস খুলবে তাই আগে ফিরে আসলাম, প্রিয়জনদের সাথে ঈদ করে আনন্দ বাড়ি ফিরছি কারণ কর্ম স্থান খুলেছে, হাসি কান্না দিয়ে ও তগ্যের শিক্ষা দিয়ে শেষ হলো ঈদুল ফিতরের, আবার বছরের ঘুরে আসবে ঈদ সেই আশায়, মানুষ শুরু করবে তার কর্মময় জীবন



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ