আমরা শেখ হাসিনা মার্কা নির্বাচন চাই না : আলতাফ হোসেন চৌধুরী
আপডেট সময় :
২০২৫-০৪-০৩ ২১:০০:৫৩
আমরা শেখ হাসিনা মার্কা নির্বাচন চাই না : আলতাফ হোসেন চৌধুরী
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি,
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক দেশ। এদেশে নির্বাচন হতেই হবে। কিন্তু আমরা শেখ হাসিনা মার্কা নির্বাচন চাই না। তারা নির্বাচনের আগের দিন ১৫১ জন এমপি বানিয়ে নিয়েছে। নির্বাচন দিনের বেলায় অনুষ্ঠিত হয়, কিন্তু তারা দিন পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না, আগের দিন রাতেই ব্যালট বাক্স ভরে রেখেছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ২৭ হাজার নেতাকর্মীকে জেলে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করছে। আওয়ামী লীগ কি রকম দেউলিয়া, বিএনপির এই ২৭ হাজার নেতাকর্মীকে জেলে নিয়ে বিভিন্ন অত্যাচার করছে, তারপর একটা মুলা ঝুলিয়ে রাখছে, তুমি আওয়ামী লীগে যোগদান করো, তোমাকে এমপি দেব, তোমাকে মন্ত্রী বানিয়ে দেব। মানে কোনো পথ ছাড়ে নায়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল, বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল গত ১৬ বছরে এতো অত্যাচার, নির্যাতনের পরেও এই দলের একটা লোককে তাদের আওয়ামী লীগে নিতে পারেনি। উল্টো তাদের আওয়ামী লীগই শেষ হয়ে গেছে।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, অনেকে-ই বলে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল, তারা সন্ত্রাসের উপরই রাজনীতি করেছে। আওয়ামী লীগ গত ১৫ বছরে বিএনপিকে তিল পরিমাণ ছাড় দেয়নি, তাদেরকে আমাদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
বিএনপি এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, বিএনপির ভিতর কিছু মোনাফেক আছে, তারা টাকার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান ওইসব মোনাফেকদের সতর্ক করে বলেন, তারা আবার যদি টাকা-পয়সা নিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে, বিচার কতপ্রকার এবং কি কি তাদেরকে দেখিয়ে দেব, ইনশাআল্লাহ।
‘আমাদের যারা দিনে রাস্তায় হাটতে দেয়না, তাদেরকে রাতে আমরা শান্তিতে থাকতে দেব না’ আওয়ামী লীগের এক নেতার এমন মন্তব্য উল্লেখ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশের মধ্যে এখন যে চুরি-ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এগুলো আওয়ামী লীগের লোকজনে পরিকল্পনা করে করতেছে। তাই তারা যেন এসব কর্মকাণ্ড করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক অবস্থানে থাকতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদারের সঞ্চালনায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স