নীলফামারী জেলার ডিমলা থানাধীন এলাকা হতে ০৩ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র্যাব-
নীলফামারী জেলার ডিমলা থানাধীন এলাকা হতে ০৩ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র্যাব-
নিজস্ব প্রতিবেদক,
র্যাব-১৩ এর অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানাধীন এলাকা হতে ০৩ কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০২/০৪/২০২৫ তারিখ ২২৫৫ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী র্যাব- রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন খালিশা চাপানী ইউনিয়নের পাইকারটারী সাকিনস্থ জনৈক মোঃ শরিফুল ইসলাম এর বসত ঘরে তল্লাশী করে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করতঃ ০১ জন মাদক ব্যবসায়ী
১। মোঃ রবিউল ইসলাম @ সাদ্দাম (২৮), পিতা- মৃত ছফির উদ্দীন, সাং- খালিশা চাপানী (লারকুড়া পশ্চিমপাড়া), থানা- ডিমলা, জেলা- নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পলাতক অপর মাদক ব্যবসায়ী ০২। মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা- মোঃ আমিনুর রহমান, মাতা- মোছাঃ ফরিদা বানু, সাং-খালিশা চাপানী পাইকারটারী থানা- ডিমলা, জেলা- নীলফামারী র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী জেলার ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামীকে নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স