ঈদ পুনর্মিলনীতে বিডি ক্লিনের সৈকত পরিচ্ছন্নতা অভিযান
আপডেট সময় :
২০২৫-০৪-০৩ ২০:১৫:০৭
ঈদ পুনর্মিলনীতে বিডি ক্লিনের সৈকত পরিচ্ছন্নতা অভিযান
মোঃ কাওছার আহম্মেদ রাঙ্গাবালী (পটুয়াখালী), এই সমাজ আমার এই দেশ আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর রাঙ্গাবালীর জাহাজমারা সমুদ্র সৈকতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান ও ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে। গতকাল অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনের সদস্যরা সৈকত পরিষ্কার করার পাশাপাশি সমাজে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন।
উপজেলার মৌডুবি মনিটর আজিজুর রহমান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনটির পটুয়াখালী জেলা সমন্বয়ক মোঃ আতিকুর রহমান, সহ সমন্বয়ক মো. শাহিন মাহমুদ, রাঙ্গাবালী উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ আলী সিরাজুল, মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস, বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আরেফিন, নিউজ ৯ এর মাল্টিমিডিয়া রিপোর্টার এম জিয়াদ, ছাতিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব মিয়া, কাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ।
এছাড়াও বিডিক্লিন রাঙ্গাবালী সদর, মৌডুবী, ছোটবাইশদিয়ার সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "এই সমাজ আমার, এই দেশ আমার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।"
পরিচ্ছন্নতা অভিযান শেষে সদস্যদের মধ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্বশীলতা ও পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে মনে করেন আয়োজকরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স