ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাবুগঞ্জের (আগরপুর) ঈদ পুর্নমিলনী অনুষ্টিত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-০৩ ০২:১৭:৪৪
বাবুগঞ্জের (আগরপুর) ঈদ পুর্নমিলনী অনুষ্টিত। বাবুগঞ্জের (আগরপুর) ঈদ পুর্নমিলনী অনুষ্টিত।


নিজস্ব প্রতিবেদক,

কে এম সোহেব জুয়েল ঃ এসো মিলে বৈষম্য দুরিভিত করি বন্ধুত্বের বন্ধনে বন্ধুত্বের সম্পর্ক গড়ি। এই চিন্তাকে মাথায় নিয়ে উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে বরিশালের বাবুবাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৬ এর সজল চন্দ্র দাস, মোঃ বাবুল শিকদার জয় ও মোঃ সালাউদ্দিন মুন্নার উদ্যোগে বিদ্যালয় সৃষ্টি লগ্নের প্রথম ব্যাচ ১৯৬৮ -৬৯ থেকে থেকে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক পরিসরে ঈদ পূনমিলনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের চিন্তা চেতনার মধ্য দিয়ে দীর্ঘ দিনের সাধনা ও প্রচেষ্টাকে মাথায় নিয়ে বিদ্যালয়ের জন্ম লগ্ন ১৯৬৮-৬৯ ইং থেকে ২০২৫ ইং সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক পরিসরে ঈদ পুনর্মিলনী করার আশা আকাংখাকে বাস্তবায়নে বিদ্যালয় ও বিদ্যালয়ের আশপাশ এলাকা জুরে ব্যাপক আলোক সজ্জায় সজ্জিত ও প্রশাসনিক কঠর নিরাপত্তার মধ্য দিয়ে ২ এপ্রিল বুধবার সকাল ৭ টা থেকে মধ্য রাত পর্যন্ত দীর্ঘ ৫৬ বছরের স্মৃতিচারনকে ধারন করে প্রথম প্রহরে শান্তির প্রতিক পায়রা উরিয়ের্্যালি, কোরআন তেলওয়াত, আলোচনার মধ্য দিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ ছারাও, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নাচ গান রাত ১০ টায় লটারি ড্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ১২ টায় পূর্নমিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

দীর্ঘ ৫৬ বছরের সকল শিক্ষার্থীদের আগমনে মিলন মেলায় জন সমুদ্রে পরিনত হয় শহিদ আলতাফ মেমোরিয়াল শ্মৃতি বিজারিত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। 

এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয় প্রতিষ্ঠতা শহীদ আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দৌহিত্র বোরহান উদ্দিন মাহাবুব তানবীর, জমিদাতার পুত্র  শ্রী পরিতোষ চন্দ্র দাস। 

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য দেন, ১৯৬৯ ব্যাচের শিক্ষার্থী আগরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ এফ এম জালাল আহমেদ, ১৯৭০ ব্যাচের শিক্ষার্থী অবসর প্রাপ্ত ইসলামি ব্যাংকের ডিরেক্টর মোঃ নুরুল ইসলাম খলিফা, ৭০ ব্যাচের বীর মুক্তিযুদ্ধা ওয়ালিউল হাসানাত, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ৭০ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজফ্ফর আলী হাওলাদার, ৮২ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান জাহাঙ্গির নগর ইউনিয়ন বাববার নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু , ৯০ ব্যাচের এস এম সফিউল আজম শাহীন, ৯৭ ব্যচের দেবাশিশ কান্তি দাস, সঞ্জয় কান্তি দাস প্রসুখ। 

এ সময় উপস্থিত বক্তা ও প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এই পূর্নমিলনী অনুষ্ঠান ইতিহাসে চীর অধ্যায় হয়ে থাকবে। এর ভিতর থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তারা। এরকম একটি সুন্দর অনুষ্ঠান করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত কয়েক হাজার দর্শনার্থীরা।

উপস্হিত আয়োজকরা বলেন, বাবুবাবুগঞ্জ উপজেলার মধ্যে আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি একটি সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্টন। এই বিদ্যালয়ে আজকে আমরা যে ভাবে পূর্নমিলনী অনুষ্ঠান করছি আশা করি আগামি দিনগুলোতে আরো ব্যাপক পরিসরে আমাদের শিক্ষাগুরদের হাত ধরে যেন এ রকম অনুষ্ঠান করতে পারি। এবং এর ভিতর দিয়ে বৈষম্যতা দুরি ভিত করে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে পারি। 

অনুষ্ঠানের অতিথি ও প্রাক্তন শিক্ষকতের মাঝে উপটৌকন বিতারনের মধ্য দিয়ে সবাইকে ভাল থাকার প্রত্যয় ব্যাক্ত করে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ