মুলাদীতে এবি পার্টির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
আপডেট সময় :
২০২৫-০৪-০২ ২৩:২৩:৪৪
মুলাদীতে এবি পার্টির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী উপজেলায় গতকাল বুধবার ২ এপ্রিল বেলা ১২টায় মুলাদী প্রেসক্লাব হল রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সভায় প্রধান অতিথি ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিশেষ অতিথি ছিলেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টিন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর আহবায়ক মোঃ কল্লোল চৌধুরী।
মোঃ কল্লোল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মো. নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সহ-সভাপতি কে, এম মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান মোল্লা, মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক, মাও. মুফতি রফিকুল ইসলাম ঢালী, মুলাদী রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, মুলাদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মীরগঞ্জ ফেরিঘাটের যাত্রীদের হয়রানি বন্ধ করার চেষ্টা করবো, সকল হেরিংবন রাস্তা সংস্কার করবো, মীরগঞ্জ ব্রীজ দ্রæত করে দেয়ার চেষ্টা, দুই উপজেলার সকল খেয়াঘাট ও হাটবাজারে ইজারাদারদের হয়রানি থেকে যাত্রী ও ব্যাবসায়ীদের হয়রানির হাত থেকে রক্ষা করব, সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাবো। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবো। কোন রাজনীতিবিদদের কাছ থেকে কিছু খাবেন না। তাদের কাছ থেকে কিছু খেতে গেলে তাদের বিরুদ্ধে সত্য কথা বলতে পারবেন না।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স