কুমারখালীতে চাচির পর্নোগ্রাফি মামলায় দুই ভাতিজা গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৫-০৪-০২ ২৩:০২:৫০
কুমারখালীতে চাচির পর্নোগ্রাফি মামলায় দুই ভাতিজা গ্রেপ্তার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০২ এপ্রিল) সকালের দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। তারা সম্পর্কে চাচাতো-ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ।
পুলিশ জানায়, গত সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। বুধবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেপ্তার করে। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে।
মামলার বাদী ওই নারী বলেন, রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছিল। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী ও আসামি সম্পর্কে চাচি-ভাতিজা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স