কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় দুই যুবক নিহত
আপডেট সময় :
২০২৫-০৪-০২ ২২:৪৯:৪৩
কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় দুই যুবক নিহত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি,
কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত রাহাত ইসলাম পলাশ (৩০) কুষ্টিয়া পৌর এলাকার মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে।
তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। অপরজন ফাহিম অনিক (২৩) ও পেশায় ফ্রিল্যান্সার। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
এছাড়াও, দুর্ঘটনায় তানভীর গণি (২৩) নামে আরেকজন আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মোটরসাইকেলটি পার্শ্ববর্তী সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিলো। এসময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা।
এতে দুইজন নিহত হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স