মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার করেছেন র্যাব-
মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার করেছেন র্যাব-
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গত ২৩/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ২২:০০ ঘটিকায় ভিকটিম সাকিল মুন্সী (৩৫) তার বাড়ির পিছনে প্রতিবেশি পলাশের জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে আসামী মো: আল আমিন হাওলাদার (২৮)’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের ভাই হাসান মুন্সী (৪৫) বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ৪০, তারিখ- ২৬/০৩/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩০২/৩৪/১০৯ পেনাল কোড, ১৮৬০। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০১/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো: আল আমিন হাওলাদার (২৮), পিতা- মো: আলমগীর হাওলাদার, সাং- নতুন মাদারীপুর (লক্ষীগঞ্জ), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স