খন্দকার সুদীপ্ত রহমান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মোঃ আখেরুজ্জামান নিখিল। খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া ভাদুরী বাজারে বসবাস কারি সদালাপী হাস্যজ্জল মার্জিত স্বভাবের একজন উদীয়মান তারুণ্য দীপ্ত নেতা।
১৯৮৮ দিনাজপুর কেবিএম কলেজে অধ্যায়ন কালীন সময়ে কলেজ ছাত্র দলের পদলাভ করেন। ১৯৯৫ সালে ইউনিয়ন যুবদলের (বৃহত্তর ৩ নং ওয়ার্ড) সভাপতি পদে দায়িত্ব পেয়েছিলেন।
এর পর পিছনে ফেরার সুযোগ নেই অবিরাম পথচলা ২০০০ সালে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পদে হাল ধরে দলকে সুসংগঠিত যুগোপযোগী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করার গুরুত্বপূর্ণ কাজ চলমান রাখেন, এর পর ২০০৮ সালে পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন শুধু তাই নয় ২০০৮ সাল থেকে অদ্যবদী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ক হিসাবে নিজেকে উজ্জীবিত করে গোটা ইউনিয়নে আস্হাশীলতার সঙ্গে এগিয়ে চলছেন। প্রায়ত বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদ ভোলা প্রিন্সিপাল সাহেব এর সময় কালীন থেকে তিনি সক্রিয় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং যোগ্যতা থাকা সত্বেও তিনি চাকুরিতে না গিয়ে দলীয় কর্মকান্ড নিয়ে ব্যাস্ততায় দিনানীপাত করতে সাচ্ছন্দ্য বোধ করেন।
তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আগামীতে সময় সুযোগ পেলে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার কল্যানে আত্মনিয়োগ করার ইচ্ছে আছে। তার এমন উদ্যগকে সাধুবাদ জানিয়েছেন তৃনমুল বিএনপির সমর্থকগন।