ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে পুলিশের উপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৪-০২ ১৯:২৮:৪৩
বাগেরহাটে পুলিশের উপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী গ্রেফতার বাগেরহাটে পুলিশের উপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী গ্রেফতার




 জেলা প্রতিনিধি, বাগেরহাট।

বাগেরহাটের কচুয়ায় পুলিশেরে উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বিএনপির ১৭ নেতা-কর্মী গ্রেফতার করেছে,
যৌথবাহিনী। হামলায় পুলিশের ৪সদস্য আহত হয়েছে। গ্রেফতার বিএনপির ১৭ নেতা-কর্মীকে বুধবার (২ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 এর আগে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় পুলিশের উপর ওই হামলার ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতা-কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, এএসআই রাকিব মোল্লা এবং কনস্টেবল মো. জাহিদুর রহমান ও রঞ্জন বিশ্বাস। পরে সেনাবাহিনী ও পুলিশ রাতভর অভিযান চালিয়ে বিএনপির ১৭ নেতা-কর্মীকে আটক করেছে।

 পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত ১১টার দিকে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও মারধর মামলার আসামি এখলাছ শেখকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ৪পুলিশ সদস্য আহত হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন, মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্লা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের সুইট (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২) ও মো. রিয়াজুল ইসলাম (২৯)। তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী।

বাগেরহাটের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি এখলাছ শেখকে ছিনিয়ে নিতে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করে  আদালতে সোপর্দ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ