ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​আগামী ১৪ মে কালুরঘাটে সেতু নির্মাণ ভিত্তি প্রস্তর উদ্বোধন: ফারুক-ই-আজম


আপডেট সময় : ২০২৫-০৪-০২ ১৯:২১:০১
​আগামী ১৪ মে কালুরঘাটে সেতু নির্মাণ ভিত্তি প্রস্তর উদ্বোধন: ফারুক-ই-আজম ​আগামী ১৪ মে কালুরঘাটে সেতু নির্মাণ ভিত্তি প্রস্তর উদ্বোধন: ফারুক-ই-আজম



এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নতুন রেল-কাম রোড সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন,
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগামী মাসের (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসবেন প্রধান উপদেষ্টা।

খুব সম্ভাবনা রয়েছে এসময় তিনি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন, এই সেতুটি বোয়ালখালীবাসী তথা চট্টগ্রাম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি। আজ (২ এপ্রিল) বুধবার সকাল ১১টায় বোয়ালখালী উপজেলার গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার ওমরের কবর জিয়ারত ও ওমরের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন, এসময় উপদেষ্টা ফারুক-ই-আজম, আরও বলেন, ‘শহীদ পরিবার তাদের প্রিয়জনকে আর ফিরে পাবে না, তবে আমরা তাদের পাশে আছি।

ফারুক-ই আজম আরও বলেন, ‘অন্যায় করলে বিচার হবে না এমনটি হতে পারে না। আমরা যদি ন্যায়বিচার নিশ্চিত না করি, তাহলে কেমনে ন্যায়ের সমাজ গড়ে উঠবে? ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য আরও কত মানুষকে আত্মত্যাগ করতে হবে? তাই অবশ্যই গণ হত্যাকারীদের বিচার হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার, উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদুল আলম, নায়েবে আমির ডা. আবু নাছের প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ