ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ায় কথা বলায় মারপিট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-০২ ১৮:১৬:০০
কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ায় কথা বলায় মারপিট কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ায় কথা বলায় মারপিট


নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের সাতহালিয়া গ্রামে বাথরুম মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রি ও তার বাহিনীরা হামলার ঘটনা ঘটিয়েছে। বুধবার সকালে উলার মোড় বাজারে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান,
সাত হালিয়া গ্রামের রোকন সানা পিতা মৃত তাজেল সানা তিনি একই গ্রামের রাজ মিস্তিরি বকুল সরদার পিতা মৃত জাবের সরদার তাকে দিয়ে ১বছর পূর্বে পাকা বাথরুম তৈরী করে কিন্তু এটা নিচু করে তৈরী করে দেওয়ায় এটা ব্যবহার করতে অসুবিধা হয়ে আসছিল। 

মিস্তিরি বকুলকে বার বার এটা ঠিক করে দেওয়ার কথা বলেন, রোকন সানা মিস্তিরি ঠিক করে দিবে সেজন্য রোকন সানাকে বালু সিমেন্ট টাইলস কিনতে বলেন এবং তিনি এগুলো কেনেন।

কিন্তু মিস্তিরি মেরামত না করে দিয়ে বারবার ঘুরাতে থাকেন, আজ সকালে উলা বাজার মোড়ে চায়ের দোকানে মিস্তিরি বকুলকে এটা মেরামত করে দেওয়ার কথা বললে মিস্তিরি চায়ের দোকান থেকে বের হয়ে তার বাহিনীদের ফোন করলে তার ভাই ডব্লিউ সহ একই গ্রামের মিন্টু হাসান, হোসেন পিতা লুতফর সরদার, ছাত্রলীগের নেতা বাবু সোহাগ পিতা মহব্বত সরদার, আলামিন পিতা রুহুল আমিন সরদার সহ ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে রোকন সানাকে এলোপাতাড়ি ভাবে মেরে আহত করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদের কেও মারপিট ও বিভিন্ন রকম হুমকি প্রদান করে চলে যায়।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান, রোকন সানা ও স্থানীয় ব্যবসায়ীরা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ