জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে ছাত্রশিবিরের আয়োজনে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (১লা এপ্রিল) সকাল নয়টা থেকে নীলফামারী সদরের মডেল মসজিদে সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির, ডক্টর খায়রুল আনাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনের অন্যতম কারিগর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান সিবগাতুল্লাহ।
অতিথিবৃন্দ ঈদের খুশি বিনিময় ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম, জেলার সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সাবেক জেলা সভাপতিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আমির, নায়েবে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ।