মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শিকড় ক্লাবের প্রতিনিধিদল ঈদ উপলক্ষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডা. মো. আবুল কেনান-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১মার্চ) ঈদের দিন রাতে গড়বিশুদিয়া উনার গ্রামের বাড়ীতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ক্লাবের প্রধান উপদেষ্টা আবুল খায়ের মজনু, সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম নাইম, সহ সভাপতি মোঃ নাদিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম, মোঃ শাহিন অন্যান্য সম্পাদক বৃন্দ ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। এর পূর্বে ক্লাব সদস্যরা ডা. আবুল কেনানকে ফুলের তোড়া ঈদের শোভেচ্ছা বিনিময় করেন।পরে আলোচনা শেষে তিনি শিকড় ক্লাবের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করেন।
পাশাপাশি ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন। তিনি ক্লাবের সামাজিক উদ্যোগগুলোকে স্বতঃ স্ফূর্তভাবে সমর্থন করারও প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের গঠনমূলক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে শিকড় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সকলের প্রত্যাশা।