রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
আজ ১ এপ্রিল একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম সারওয়ারের ৮৩তম জন্মবার্ষিকী।
গোলাম সারওয়ার ১৯৪৩ সালের ১ এপ্রিল বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম কারিগর ও সাংবাদিকদের শিক্ষক (বাঁতিঘর) বলা হয়ে তাকে।
দেশের সাংবাদিকতার প্রতিষ্ঠানতূল্য ব্যক্তিত্ব গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন, সেই থেকে টানা পাঁচ দশকের বেশি তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন।
সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক, দেশের সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। জন্মদিনে তাঁর বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।