চরম দুঃসময়ে বানারীপাড়া ও উজিরপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশে দাঁড়ালেন আবিদ আল হাসান
চরম দুঃসময়ে বানারীপাড়া ও উজিরপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশে দাঁড়ালেন আবিদ আল হাসান
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান দলের চরম দুঃসময়ে বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে এ দুই উপজেলার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের আর্থিক সহায়তা প্রদানসহ নানাভাবে খোঁজখবর রাখছেন তিনি।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এ দুই উপজেলার আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের তৃনমূল নেতা-কর্মীদের মধ্যে অনেককে তিনি তার সাধ্যমত ঈদ উপহার প্রদান করেন। চরম সংকট মূহুর্তে খোঁজখবর রাখা ও আর্থিকভাবে সহায়তা করায় তার প্রতি দলের নেতা-কর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দেড় ডজন হেভিওয়েট নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও ১৪ দলীয় জোটের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে এ আসনে নাটকীয়ভাবে নৌকার টিকিট দেওয়ায় ওইসব আওয়ামী লীগ নেতারা মনোনয়ন বঞ্চিত হন। ফলে সেই থেকে ক্ষোভে হাতেগোনা কয়েকজন ছাড়া সিংহভাগ নেতা এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। সরকার পতনের পর এ আসনের সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্সপার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম রাজধানীতে সংঘটিত পৃথক হত্যা মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে কারান্তরীণ রয়েছেন। বাকী নেতারা আত্মগোপনে রয়েছেন।
দুই/একজন ছাড়া নেতা-কর্মীদের সঙ্গে নূন্যতম যোগাযোগ পর্যন্ত রাখেননি নেতারা, মুঠোফোনে কল দিলেও তাদের সাড়া মেলে না। ফলে এ নিয়ে সাধারণ নেতা-কমীদের মাঝে অন্তহীন ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে সাধারণ নেতা-কর্মীদের অনেকেই ক্ষোভও ঝাড়ছেন। সুদিন এলে দুর্দিনে খোঁজ না রাখা আওয়ামী লীগের আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া ওইসব সুবিধাবাদী নেতাদের এলাকায় প্রতিহত করা হবে বলেও তারা ঘোষণা দিয়েছেন। এমতাবস্থায় দলের স্মরণকালের চরম সংকট মূহুর্তে নিজেও সংকটের মাঝে থেকে আবিদ আল হাসান তার সাধ্যমত নেতা-কর্মীদের খোঁজখবর রাখা ও আর্থিক সহায়তা করায় তার প্রতি তারা অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে আবিদ আল হাসান বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ প্রসঙ্গে উজিরপুরের কৃতি সন্তান আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক নন্দিত সভাপতি আবিদ আল হাসান বলেন, মুজিব অন্তঃপ্রাণ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী আমার আত্মার আত্মীয়, একান্ত আপনজন। সুখে-দুঃখে আমৃত্যু আমি তাদের পাশে থাকবো।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স