ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব: তাতীলীগ সভাপতি মোল্লা ফারুকের নেতৃত্বে অপরাধ সাম্রাজ্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-৩১ ১৬:৩৯:২৩
​কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব: তাতীলীগ সভাপতি মোল্লা ফারুকের নেতৃত্বে অপরাধ সাম্রাজ্য ​কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব: তাতীলীগ সভাপতি মোল্লা ফারুকের নেতৃত্বে অপরাধ সাম্রাজ্য



‎নিজেস্ব প্রতিবেদক

‎কেরানীগঞ্জের ১ নম্বর শুভাড্যা ইউনিয়নের তাতীলীগ সভাপতি মোল্লা ফারুকের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক অভিযোগ কেরানীগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।

‎অপরাধ সাম্রাজ্যের নেতৃত্বে মোল্লা ফারুক:
‎স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান শাহীন ও মোল্লা ফারুকের নেতৃত্বে গড়ে ওঠা প্রায় ১০০ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জে ত্রাস সৃষ্টি করছে। এই চক্রের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল এবং হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

‎সিন্ডিকেটের সদস্যদের তালিকা:
‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোল্লা ফারুক ও শাহিন চেয়ারম্যানের নেতৃত্বাধীন এই সিন্ডিকেটের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন: শাহিন আহম্মেদ, ইকবাল চেয়ারম্যান, মো. মামুন, মো. সাকু চেয়ারম্যান, মো. খুশি চেয়ারম্যান, মো. সাইদুর রহমান ফারুক, হাজী ইনসান, সাইফুল ইসলাম, অলিউল্লাহ, জসিম আহমেদ নিরব, জালাল আহমেদ, আব্দুর রশিদ, শাহিন চৌধুরী, গাজী সৌরভ, ইউসুফ চৌধুরী,সাইফুল ইসলাম জুম্মন, সিয়াম চৌধুরী, সায়েম, দিলবার হোসেন, আবুল হোসেন, মাহাবুব, মো. আসলাম, হবি, মারফত, আনোয়ার হোসেন, আসাদ উল্লাহসহ আরও অনেকে।

‎অঞ্চলের মানুষের দুর্ভোগ:
‎শুভাড্যা ইউনিয়নের বাসিন্দারা এই চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে মোল্লা ফারুকের সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় প্রায় ৮০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

‎পুলিশের পদক্ষেপ: 

‎এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাজারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা আসামিদের ধরার চেষ্টা করছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।" পুলিশি অভিযানে দ্রুতই এই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।


‎কেরানীগঞ্জের এই চক্রের অবৈধ কার্যক্রমে সাধারণ মানুষ আতঙ্কিত।
আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।




নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ