মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে হেসেনপুরে ইসলামী যুব সমাজ ও প্রবাসী সংগঠন পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা বিভিন্ন গ্রামে খোঁজ খবর নিয়ে তালিকা করে এই ঈদ সামগ্রী বিতরণ করেছে, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের এমন ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ায় সমাজের সুধীসমাজ সাধুবাদ জানিয়েছেন।
সংগঠনের সদস্য আবু সাঈদ ও শরিফ হুসাইন জানান, সমাজের সুশীল সমাজ আমাদের পাশে থাকলে আমরা সমাজের বিভিন্ন ধরনের সামাজিক কাজে সংগঠনকে নিয়োজিত রাখতে পারবো। ঈদ সামগ্রী উপকরণের মধ্যে, সেমাই, চিনি, চাউল, পেয়াজ, ডাল ইত্যাদির প্যাকেটজাত ছিলো।