মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার
সুখে দুঃখে সুস্থ পথে, চলবো মোরা একসাথে, এমন স্লোগান বুকে লালন করে টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ।
কিশোরগঞ্জের হোসেনপুরে শনিবার দুপুরে টান সিদলা দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন অর্ধশত হতদরিদ্র মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম সরকার,আবু কালাম,সভাপতি আনিসুর রহমান,সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন,
সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ রাব্বি,
সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, সাংগঠনিক ওমর সানি, সাংবাদিক মাহফুজ রাজাসহ এলাকার ময়মুরুব্বি ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
সামাজিক বৈষম্য দূর করতে, সমাজকে বদলে দেওয়ার প্রয়াস নিয়ে সংগঠিত হওয়া একঝাঁক তরুণদের সমাজ কল্যাণমূলক পদচারণা'টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠন।দেশ ও প্রবাসের অসংখ্য মানবিক যোদ্ধা নিয়ে ২০২৪ সালে গঠিত হয়ে অদ্যবদী অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে নিরুৎসাহিত করা, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আত্ন নিয়োগ করে এগিয়ে চলছে দূর্বার।