ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনায় ঈদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-৩১ ০৩:১৭:২০
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনায় ঈদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনায় ঈদ


নিজস্ব প্রতিবেদক,​

সংযমের মাস শেষে ভ্রাতৃত্ব আর খুশির মেলবন্ধনে আসছে ইদুল ফিতর। আমাদের পৃথিবীতে কত রকমেরই তো সুখ আছে, তবে ঈদের আনন্দ একসাথে ভাগাভাগী করার মত সুখ বোধহয় দ্বিতীয়টি আর নেই। সারাবছর ক্লাস, সিটি, অ্যাসাইনমেন্ট, ল্যাব নিয়ে ধকল খাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ঈদ নিয়ে আসে নতুনত্বের অভিজ্ঞতা। হল কিংবা মেসে পরস্পরের সাথে রমজানের ইফতার-তারাবীহ- সেহরীর চমৎকার মুহূর্তগুলা কাটানো শেষে সকলে ফিরে চলে নিজ নীরের দিকে। পরিবার সদস্যরা বসে থাকে চাতক পাখির মতো। এরকম ঈদুল ফিতর নিয়ে কিছু শিক্ষার্থীদের অভিজ্ঞতা তুলে ধরেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম নাঈম।

ক্যাম্পাস জীবনে ঈদের ছুটির আনন্দই আলাদা রোজার মাসটা মানেই ক্লাস, অ্যাসাইনমেন্ট আর সার্ভাইভালের স্ট্রাগল। কিন্তু ছুটির দিন ঘনালে সব ক্লান্তি উধাও—শুধু বাড়ি ফেরার অপেক্ষা! বাসার পথে রওনা হওয়া মানেই মাথা থেকে সব টেনশন উড়ে যাওয়া। আর ঈদের দিন? সালামি সংগ্রহ মিশন! আপুরা হাসিমুখে দিলেও ভাইয়ারা বরাবরই কিপ্টে—তবু কৌশলে কিছু না কিছু বের করা যায়! সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসে পরিবারের সাথে ঈদ কাটানোর সময়। ক্যাম্পাসের সব ঝামেলা ভুলে গিয়ে আপনজনদের সাথে হাসিখুশি ঈদ করাই আসল আনন্দ!

আহসান আহমেদ তন্ময়
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সারাবছরই এক রকম দৌড়ের উপর থাকা লাগে, সিটি, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ল্যাব ইত্যাদি ইত্যাদি, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের ৬ তারিখ থেকেই মিডটার্ম পরীক্ষা, আর  ঈদের তারিখ সম্ভোব্য পহেলা এপ্রিল। অর্থাৎ ঈদের ৫/৬ দিন পর থেকেই পরীক্ষা।

যেহেতু ঈদের পরপরই পরীক্ষা, সারাদিন রোজা রেখে ক্লাস করা ১০টা থেকে ৩.০০টা অবধি, সকালে ভার্সিটি যাওয়ার আগে একটি টিউশন -ভার্সিটি ছুটির পর আরেকাটি। তড়িঘড়ি করে বাসায় এসে ইফতারি করা, ইফতার করে বিশ্রাম নাহয় অপর দিনের সিটির প্রস্তুতি, পরক্ষণেই ইশা ও তারাবিহর উদ্দেশ্যে মাসজিদে গমন। মসজিদ থেকে এসো কোরান তিলাওয়াত করে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার তাড়া -সব কিছু মিলিয়ে রামাদানের দিনগুলো খুবই টাইট শিডিউলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সময়কে কাজে লাগাতে পারছি। ঈদে ইনশাআল্লাহ বাড়ি যাব প্রতি বছরের ন্যায়।

আব্বুর কবর জিয়ারত করবো, আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবো। বন্ধু বান্ধবদের সঙ্গে একসাথে বেড়াতে যাবো কিংবা তাদের বাড়ি যাবো এবং আমাদের বাড়ি নিয়ে আসবো। প্রতিবছরের ন্যায় এ বছরেও এগুলোই আমার ঈদের পরিকল্পনা, আল্লাহ তায়ালা আমাদেরকে শরীয়তের সীমারেখায় থেকে ঈদ উদযাপনের তাওফিক দান করুন। আমীন।

আহমাদ
শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম


'ঈদ' সকলের মনে নিদারুণ এক আনন্দের আবহ সৃষ্টি করে। ঠিক তেমনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ঈদের আগমন একটু বিশেষ ই হয়। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই ব্যস্ততায় কাটে।

ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন আর পরীক্ষার চাপের মাঝে ইদ যেন এক স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিন পর ক্যাম্পাস থেকে বাড়ি ফেরা, প্রিয়জনদের সঙ্গে দেখা করা—সব মিলিয়ে ইদের আনন্দ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটু আলাদা রকমেরই হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইদ কেবল একদিনের উৎসব নয়, বরং এটি স্মৃতির ঝাঁপি খুলে ফেলার, শৈশবে ফিরে যাওয়ার, পরিবারের ভালোবাসা পাওয়ার, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য উপলক্ষ। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোই যেন তাদের ইদের সবচেয়ে বড় পাওয়া। ইদ মোবারক!



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ