ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবের সাথে মিল রেখে রাঙ্গাবালী ৮ গ্রামে ঈদ পালন।


আপডেট সময় : ২০২৫-০৩-৩১ ০১:৪০:০৩
সৌদি আরবের সাথে মিল রেখে রাঙ্গাবালী ৮ গ্রামে ঈদ পালন। সৌদি আরবের সাথে মিল রেখে রাঙ্গাবালী ৮ গ্রামে ঈদ পালন।


মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮ গ্রামে প্রতি বছরের মতো এবারও আগাম ঈদ-উল ফিতর উদযাপন করছেন, জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা। রবিবার (৩০ মার্চ)  ঈদের নামাজ আদায় করেছেন তারা।

তারা ২০০ বছর আগে থেকে বিশ্বের সাথে একই দিনে রমজান ও ঈদ পালন করে যাচ্ছে। 

জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, উত্তর পশুরবুনিয়া, নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামগুলোর কয়েক হাজার মানুষ ঈদ-উল ফিতর উদযাপন করছে। তারা সবাই কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ