ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুর সুরেশ্বর শরীফে ঈদুল ফিতর উদযাপন


আপডেট সময় : ২০২৫-০৩-৩০ ১৫:৫৭:২৫
গৌরীপুর সুরেশ্বর শরীফে ঈদুল ফিতর উদযাপন গৌরীপুর সুরেশ্বর শরীফে ঈদুল ফিতর উদযাপন


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়। রোববার (৩০মার্চ) সকাল সাড়ে ৯টায় দরবার শরীফে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ ইব্রাহীম শেখ। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাত পড়ানো হয়।

সুরেশ্বর দরবার শরীফের খাদেম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী বলেন, সুরেশ্বর দরবার শরীফে বিশ্বের বিভিন্ন মুসলিম উম্মাহ’র সাথে মিল রেখে ও চন্দ্র মাসের হিসাব অনুযায়ী সাওয়াল মাসের প্রথম দিনে ঈদ-উল ফিতর উদযাপন ও ঈদের জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

ইমাম মাওলানা মোঃ ইব্রাহীম শেখ বলেন, আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি, রোজা ছেড়ে দিই, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সাথে মিলে যায়।
প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফ অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের

একদিন আগে, রোযা রাখে এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ