প্রাউড টু বি সিলেটি, উই বিলিভ ইন ইউনিটি এই দীপ্ত শপথে, আর্ত-মানবতার সেবায় ও সমাজ-উন্নয়নে এবং মানবতার কল্যাণে নিবেদিত বৃটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে প্রতিষ্ঠার পর থেকে গ্রেটার সিলেট এর বিভিন্ন এলাকায় ঘর নির্মাণ, শিক্ষা উপকরণ প্রদান।
শীতবস্ত্র, উইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ।
অসুস্থ রুগীদের চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অর্থ প্রদান, কভিড ১৯ তথা করোনা ভাইরাসের নিহতদের দাফন -কাফনের কাজে যে সব সংগঠন কাজ করছে তাদেরকে অনুদান প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেশে- বিদেশে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।
সংগঠন এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার।
৩০ টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতারী খাওয়ানোর পোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ধারাবাহিকতায় সংগঠন এর প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, ও চ্যারিটি কো -অর্ডিনেটর, মোহাম্মদ মকিস মনসুর, এর সার্বিক ব্যাবস্থাপনায় এবং বাংলাদেশ টিমের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ও দানশীলদের পৃষ্ঠপোষকতায় পুরো মাসব্যাপী সিলেট বিভাগের ৪টি জেলায়এই মহতি প্রজেক্ট সফলতার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
প্রতিটি পোগ্রামে আমন্ত্রিত অতিথিরা, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র এই মহতি উদ্দ্যোগের ভূয়শী প্রশংসা করেন। এই প্রজেক্ট বাস্তবায়নে সংগঠন এর সদস্যবৃন্দ যারা অনুদান করেছেন তারা হচ্ছেন, হারুনুর রশিদ, হাবিবুর রহমান রানা, জামাল হোসেন, মোহাম্মদ মকিস মনসুর, নুরুল ইসলাম মাহবুব, সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, মসুদ আহমদ, সিপার করিম, আব্দুর রকিব শিকদার।
আকলাকুল আলম সেবু, সৈয়দ আবু সাঈদ আহমদ, এম আশরাফ মিয়া, আলহাজ্ব নুনু মিয়া, সৈয়দ আকলাকুল আম্বিয়া রাবেল, এবি রুনেল, সৈয়দ করিম ছায়েম, নুরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রউফ তালুকদার, শিপন আহমদ, মুজিবুর রহমান, আলাউদ্দিন আহমদ, হেলেন ইসলাম, মোক্তার আলী, তুহিন আহমদ, আব্দুল মালিক, আসাদ মিয়া, মইনুর ইসলাম,আব্দুল মুমিন, ফখরুল ইসলাম, বদরুল হক মনসুর, ও মোশাহিদুর রহমান, সহ অন্যান্যরা।
এদিকে, গত ২৯ শে মার্চ শনিবার পবিত্র মাহে রামাদ্বানুল মোবারক উপলক্ষে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা (পশ্চিম বাজার পুরাতন সিনিয়র মাদরাসা) হল রুমে এক আলোচনা, মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার পরিচালনায় ও প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে'র মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজ সেবক, সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক জনপ্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডাঃ ছাদিক আহমদের সভাপতিত্বে এবং মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রধান ক্বারি ও সহ নাজিম মাওলানা সিরাজুল ইসলাম মাসুক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সহ সভাপতি সেবা প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন খান।
মৌলভীবাজার জেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোঃ এনামুল হক, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, মাওলানা মোঃ আব্দুস শহীদ, মাওলানা লোকমান খান নবীন, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সুমন আহমদ, ক্বারি ইউসুফ আলী, ক্বারি নাঈফ ইমতিয়াজ, হাফিজ ক্বারি শাহিন আহমদ ও ক্বারি সালেহ আহমদ প্রমুখ।
মিলাদের পরে দেশ বিদেশে অবস্থানরত সকল দানশীল ব্যক্তি বর্গ সহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, অত্র দারুল ক্বিরাতের প্রধান ক্বারি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম মাসুক।
ইফতার মাহফিল চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কের চ্যারিটি কো -অর্ডিনেটর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব।
ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সবার সহযোগিতা অব্যাহত থাকলে আগামী বছর ও এরকম কার্যক্রম করার ইচ্ছা রয়েছে বলে।
উল্লেখ করে বলেন, এই মানবিক ও মহতি প্রজেক্টে এবছর যারা অনুদান করেছেন এবং প্রজেক্ট বাস্তবায়নে সংগঠন এর সভাপতি, হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ও ট্রেজারার জামাল হোসেন, সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমিউনিটির উন্নয়ণে ও মানবতার কল্যাণে আগামীতে সবাইকে আর ও বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানানো সহ সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।