ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে মামলায় নাইক্ষ‍্যংছড়ি কর্মরত সাংবাদিক তালেবকে আসামি করায় :-সাংবাদিক নেতাদের নিন্দা ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-৩০ ০৩:২৬:৫৯
নাইক্ষ্যংছড়িতে মামলায় নাইক্ষ‍্যংছড়ি কর্মরত সাংবাদিক তালেবকে আসামি করায় :-সাংবাদিক নেতাদের নিন্দা ও ক্ষোভ নাইক্ষ্যংছড়িতে মামলায় নাইক্ষ‍্যংছড়ি কর্মরত সাংবাদিক তালেবকে আসামি করায় :-সাংবাদিক নেতাদের নিন্দা ও ক্ষোভ


নিজস্ব প্রতিবেদক
 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামে সংঘটিত আসমত আলী হত্যার ঘটনায় সংবাদ প্রকাশের জেরে, দৈনিক মর্নিং গ্লোরি ও দৈনিক জনতা পত্রিকার নাইক্ষ্যংছড়ি কর্মরত সাংবাদিক  আবু তালেব সিকদারকে হত্যা মামলায় জড়ানোর ঘটনায় সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 
 
বিবৃতিদাতারা হলেন- দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, দৈনিক যায়যায়দিনের সাংবাদিক আব্দুল হামিদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক মানবজমিনের সাংবাদিক আমিনুল ইসলাম আমিন, দৈনিক সাঙ্গুর সাংবাদিক ইফসান খাঁন ইমন, দৈনিক সংগ্রামের সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর ও টিটিএনের সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। 
 
এক বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন- যেকোন ঘটনা হলে সাংবাদকর্মীরা তা সমাজের কাছে তুলে ধরবে নির্ভয়ে। তবে সংক্ষোব্দ ব্যাক্তিরা চাইলে সংশ্লিষ্ট আইনে জবাব চাইতে পারে। আইনের মধ্যে না থেকে অন্যায়ভাবে একজন সংবাদকর্মীকে হত্যা মামলায় আসামি করবে তা মেনে নেওয়া যায় না। মামলার বাদি নিহত আসমত আলীর ছেলে বশির আহমদকে কেউ ব্যবহার করছে কিনা সেটা খতিয়ে দেখে অবিলম্বে সংবাদকর্মী আবু তালেব সিকদারকে মামলা থেকে রেহায় দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত আহবান জানান সাংবাদিক নেতারা।  
 
এদিকে, কর্মরত সাংবাদিক  আবু তালেব সিকদারকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমকর্মী হেলাল উদ্দীন (মিঞাজী), আজিজুল হক রানা, রফিকুল ইসলাম রিজবী, শাহাদাৎ হোসেন, সাঈদুজ্জামান প্রমূখ।
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ