র্যাব ফোর্সেস মহাপরিচালক এর পক্ষে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়ায় অংশগ্রহণ করল র্যাব-
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি র্যাব ফোর্সেস সবসময় মানবতার সেবায় অসহায় সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে।
মানবিক কাজের অংশ হিসেবে র্যাব- এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৮ মার্চ ২০২৫ খ্রিঃ শুক্রবার খুলনা জেলা সহ যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৬, খুলনা।
ইফতার সামগ্রী বিতরণ শেষে র্যাব সদস্যরা এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের কল্যাণের ব্যাপারে শিক্ষকদের সাথে আলোচনা করেন,
ও সার্বিক বিষয়ে এতিম ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরবর্তীতে শিক্ষার্থীাদের সাথে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন।