ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যমুনা সেতুতে ২৪ ঘন্টায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়


আপডেট সময় : ২০২৫-০৩-২৯ ১৩:০২:৪৫
যমুনা সেতুতে ২৪ ঘন্টায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায় যমুনা সেতুতে ২৪ ঘন্টায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়



মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ নাড়ীর টানে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা৷

শনিবার (২৯মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা৷

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদে যমুনা সেতুর দুপাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ