বরিশালে দুই সাংবাদিককে প্রকাশ্যে মারধর : একজন গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৫-০৩-২৯ ১২:১২:৪৩
বরিশালে দুই সাংবাদিককে প্রকাশ্যে মারধর : একজন গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার, বরিশাল
বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান গেটের সামনে প্রকাশ্যে হামলা চালিয়ে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত দুই নম্বর আসামি ছাত্রদল নেতা আলমাস সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার কাউয়ারচর খেয়াঘাট এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে আলমাস সরদারকে গ্রেপ্তার করা হয়।
ওইদিন রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান গেটের সামনে গত ২৭ মার্চ দুপুরে সাংবাদিক নুরুল আমিন রাসেল ও মনিরুল ইসলামকে মারধর করে আহত করে তাদের ক্যামেরা ভাঙচুর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদি হয়ে ২৭ মার্চ দিবাগত রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১২ জনের নামোল্লেখসহ আরো ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স