ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম অতিরিক্ত ভাড়া আদায় বিআরটিএ ২৩ হাজার টাকা জরিমানা


আপডেট সময় : ২০২৫-০৩-২৯ ১২:০৫:৩০
চট্টগ্রাম অতিরিক্ত ভাড়া আদায় বিআরটিএ ২৩ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম অতিরিক্ত ভাড়া আদায় বিআরটিএ ২৩ হাজার টাকা জরিমানা


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রাম অতিরিক্ত ভাড়া আদায় বিআরটিএ ২৩ হাজার টাকা জরিমানা

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করাসহ অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে ২৮ মার্চ শুক্রবার বিকেল ৩টা থেকে চট্টগ্রাম নগরীর দামপাড়া, নতুন ব্রীজ, কদমতলী, বড়পুল, অলংকার, কর্ণেলহাট ও এ. কে. খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপি'র ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পৃথক দু'টি টিম নিয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম-১১ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া ও বিআরটিএ চট্টগ্রাম -১৩ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জানান, ঈদ উপলক্ষ বা কোন অজুহাতে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার  অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হয়, আজ পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বড়পুল এলাকার শাহী বাস কাউন্টারকে ১০ হাজার টাকা, জোনাকী পরিবহণ কাউন্টারকে ১০ হাজার টাকা, বসুরহাট পরিবহণ কাউন্টারকে ৩ হাজার টাকা, ভাড়ার চার্ট না থাকায় কদমতলীর বাঁধন কাউন্টারকে ১ হাজার টাকা ও একই পরিবহণের এক ড্রাইভারের লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা জরিমানাসহ মোট  ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী ও জোনাকি পরিবহনসহ আরও বেশ কয়েকটি পরিবহণ থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয় ।

ঈদের আগে ও পরে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। সিএমপি ট্রাফিক বিভাগের:কর্মকর্তা, বিআরটিএ'র কর্মকর্তা, মেট্টোপলিটন পুলিশ ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ