নিজস্ব প্রতিবেদক,
বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ রুবেল বিশ্বাস‘কে ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন সময়ে সংঘঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত বিভিন্ন ঘটনার সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব- এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২৮/০৩/২০২৫ ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ রুবেল বিশ্বাস (৩২), পিতা- মৃত আক্তার হোসেন, সাং-বসুপটি, থানা-লোহগড়া, জেলা-নড়াইল’কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত গভর্নর ফজলে করিম স্বাক্ষরিত ১০০/- টাকা মূল্যমানের জালনোট ১০৯৯ টি (প্রতিটি টাকার নাম্বার- জ ম ১৩৫৯৩৬৪) যাহার বর্তমান বাজার মূল্য ১,০৯,৯০০ (এক লক্ষ নয় হাজার নয়শত) টাকাসহ ২৮/০৩/২০২৫ তারিখ ১১৫০ ঘটিকায় হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসিতেছে। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে, সে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন আলুব্দী সাকিস্থ আলীমুল্লা সড়কে অবস্থিত মোঃ শাহীন মাদবরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে এবং সেখানেই সে জালনোট প্রস্তুত করে। তার প্রদানকৃত তথ্যমতে তার ভাড়া বাসা হতে উদ্ধারকৃত জালনোট প্রস্তুতের কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসমূহ যেমনঃ ০২টি কাঁচের গ্লাস, ০২টি কাঁটার, ০২টি স্টীলের স্কেল, ০১টি ইলেকট্রিক আয়রণ, ৩১৯ পিস এ৪ সাইজ সাদা কাগজ জব্দ করা হয়েছে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।