রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন
আপডেট সময় :
২০২৫-০৩-২৯ ০০:১৭:৫৭
রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি-
নরসিংদীর রায়পুরায় সিএনজি চালিত ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রায়পুরা উপজেলা প্রশাসন।চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়াও ঈদ যাত্রায় সড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠা সিএনজি চালিত অটো স্ট্যান্ড সড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৮মার্চ) দুপুরে উপজেলার পান্থশালা ও শ্রীরামপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।
মোবাইল কোর্টের অভিযানে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা ও যানযট সৃষ্টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একটি দোকান মালিককে ১২ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স