মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জের শতদল সমিতির পরিচালক আব্দুল বাছেদ (৩৭) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো: নাজমুস সাকিব।
জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন নামে গড়ে ওঠে দুই শতাধিক সমবায় সমিতি। এগুলোর মধ্যে মাদারগঞ্জ শতদল বহুমুখী সমবায় সমিতি, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি, নবদ্বীপ বহুমুখী সমবায় সমিতি, জনতা শ্রমজীবী সমবায় সমিতি অন্যতম ।
এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পেশার প্রায় ৫০ হাজার গ্রাহক হাজার কোটি টাকার আমানত জমা রাখেন, সবচেয়ে বেশি টাকা জমা রাখেন আল-আকাবা এবং শতদল বহুমুখী সমিতিতে। তবে শুরুর দিকে গ্রাহকদের মুনাফা দিলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানগুলোর লোকজন টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছেন। এতে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে।
আর গ্রাহকরা লভ্যাংশ তো দূরের কথা, জমানো আমানত কীভাবে ফিরে পাবেন সেই আশায় প্রতিদিন সমিতির কার্যালয়ের সামনে এসে ভিড় করছেন। সম্প্রতি বিভিন্ন জায়গায় টাকা উদ্ধারের দাবীতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে গ্রাহকেরা।
গত ৪ ফেব্রুয়ারি দুপুরে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী কয়েক হাজার ভুক্তভোগী সমবেত হয়ে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার সুখনগরী গ্রামের মৃত আব্দুস সোবহান @আকাল এর ছেলে ও মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আব্দুল বাছেদ (৩৭) এর বিরুদ্ধে গ্রাহকেরা সমবায় সমিতির তহবিল বা সম্পদ নিয়ে অনিয়ম এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগে ৪০৬/৪২০/৩৪ ধারায় ০৭(০৬)২৩, জিআর নং ১৪৯/২০২৩, ৪০৬/৪২০/১০৯ ধারায় ২০(০৪)২৪ জিআর নং ৮২/২০২৪, ৪০৬/৪২০/১০৯ ধারায় ০৯(০৪)২৪ জিআর-৭১/২০২৪, ৪০৬/৪২০/১০৯ ধারায় ০৮(০৩)২৪ জিআর- ৫১/২০২৪, ৪০৬ /৪২০ ধারায় সিআর মামলা নং- ১৭৩(১)২৪, ৪০৬/৪২০ ধারায় সিআর মামলা নং- ১৭৪(১)২৪ দায়ের করেন। মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিআর আমলী আদালত, মাদারগঞ্জ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
এদিকে, গত ২৩ মার্চ সকাল হতে ১২.০০ টা পর্যন্ত রাস্তা ফৌজদারী মোড় অবরোধ করে। পাশাপাশি বিকাল ৫ টা পর্যন্ত ডিসি অফিসের সামনের পার্কে বিক্ষোভ করে। পরে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দ্রুতই আসামী গ্রেফতার করার আশ্বস্ত করলে গ্রাহকেরা চলে যায়, এরই ধারাবাহিকতায় জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা ও এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব ক্রাইম এ্যন্ড অপস) ইয়াহিয়া আল মামুন এর নির্দেশনায় ডিবি ১ এর ওসি মোঃ নাজমুস সাকিব এর সরাসরি তত্বাবধানে এস আই আসাদুজ্জামান, এস আই আব্দুল্লাহ আল আজাদ, এসআই মোঃ আব্দুল মতিন এর সমন্বিত ডিবি-১ এর চৌকশ আভিযানিক দল ২৮ মার্চ রাত ১২.৪৫ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন উত্তরা ১৮ নম্বর সেক্টর এর রাজউক আবাসিক ফ্ল্যাট প্রকল্পের " কলাবতী" ভবনের তার ভাড়াকৃত ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে জামালপুর নিয়ে আসে।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি ১) এর ওসি মো: নাজমুস সাকিব জানান, আমরা আইনের শাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গ্রেফতারি অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির প্রতিফলন। অন্যান্য অসামীদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। আসামীকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।