ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ঈদে বাড়ি ফেরা হলোনা আর, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত


আপডেট সময় : ২০২৫-০৩-২৮ ২২:০৮:৫৫
​ঈদে বাড়ি ফেরা হলোনা আর, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ​ঈদে বাড়ি ফেরা হলোনা আর, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত




রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি 
ঈদে বাড়ি ফেরা হলোনা আর, কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছে এবং পিতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার (২৮মার্চ) সকাল সাড়ে নয় টার দিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। 

নিহত আহনাফ ইতি খাতুন (২৬) ও আব্দুল কাদের দম্পতির ছেলে। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরের গোসালা সড়কে। আবদুল কাদের বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

জানা গেছে, মায়ের কোলে বসে আড়াই বছরের শিশু আহনাফ কুষ্টিয়ায় ফিরছিল, মোটরসাইকেল চালাচ্ছিলেন তার পিতা।  

শুক্রবার ভোরে বগুড়া থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে তাঁরা রওনা দিয়েছিলেন, প্রায় দেড়'শ কিলোমিটার পথ নিরাপদে আসেন তাঁরা। বাড়ি পৌঁছানোর মাত্র পাঁচ কিলোমিটার দূরেই ঘটল দুর্ঘটনা। 

কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের শহরতলীর ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছিলেন। 

ঈদের ছুটিতে আবদুল কাদের মোটরসাইকেলযোগে স্ত্রী-সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। ভোরে তাঁরা বগুড়া থেকে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশমুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে

এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়।
ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন জানান, ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা ঈদের ছুটিতে বগুড়া থেকে কুষ্টিয়া শহরে বাড়ি ফিরছিলেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ