বাগেরহাট প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার আজ। মুসলিম উম্মাহর কাছে দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। বাগেরহাট ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ছিল মুসল্লিদের ঢল।জুমার নামাজ শেষে মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহ মুক্তি এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ, ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতা চেয়ে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।জুমার নামাজের পর মোনাজাতে কান্নায় মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা।
শুক্রবার (২৮মার্চ) পবিত্র জুমাতুল বিদার এই দিনে নামাজের আগেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ।
খুলনা থেকে আসা রিয়াজুল ইসলাম বলেন, প্রতিবছর জুমাতুল বিদার দিনে ষাটগম্বুজ মসজিদে আসার চেষ্টা করি। এই মসজিদের পরিবেশ, মুসল্লিদের ভিড় আর মোনাজাতের সময়কার আবেগ সবকিছু হৃদয় ছুঁয়ে যায়।
রামপাল থেকে আসা সাকিব হাওলাদার বলেন, ফজিলত ও গুরুত্বের দিক দিয়ে রমজানের প্রথম ও দ্বিতীয় জুমাবারের যে মর্যাদা সেই একই মর্যাদা জুমাতুল বিদা বা শেষ জুমাবারের। তাই আমরা ষাটগম্বুজ মসজিদে এসে সবাই ইবাদত-বন্দেগিতে নিয়োজিত থাকি, এটাই কল্যাণকর।
জামায়াতের নেতা শেখ মনজুরুল হক রাহাদ বলেন, রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তারই একটা বার্তা হচ্ছে জুমাতুল বিদা।মহান আল্লাহর কাছে কল্যাণের দোয়া ও ক্ষমা প্রার্থনা করে কাটানো উচিত।
কেননা এ সময়ে দোয়া কবুলের নিশ্চয়তা রয়েছে, সারা বছর মানুষের অনেক প্রত্যাশা অপূর্ণ থেকে যায়। সবার প্রত্যাশা পূরণে রমজানের শুক্রবার সন্ধ্যা ইবাদত ও প্রার্থনায় কাটুক।আরেক বছরে, আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।মজলুম ফিলিস্তিনি জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইহুদি শাসন, শোষণ, নিপীড়ন ও তাদের নৃশংস হত্যাযজ্ঞের অবসান ঘটানো রমজানের শেষ সময়ে বিশ্ব মুসলিমের এ প্রত্যাশা।
বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ, আজকের এই দিনে আমি এই ষাটগম্বুজ মসজিদে আসতে পারছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া । আমরা আশা করব যে আগামী দিনগুলো যেন সবাই মিলে একসাথে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সমস্ত হানাহানি মারামারি কাটিয়ে সুন্দর সমাজ তৈরি করতে পারি। এইটাই আমার প্রত্যাশা। এছাড়া আমরা সবাই একসাথে নামাজ পড়বো এবং দেশবাসীর জন্য দোয়া করব। আমরা আশা করি বাগেরহাটবাসী সৌভাগ্যবান কারণ বাগেরহাটের মাটি একটা পণ্যভূমি এই মাটিতে যারা বসবাস করে তারা আসলেই খুব ভাগ্যবান।
ষাটগম্বুজ মসজিদের (ভারপ্রাপ্ত) ইমাম মাওলানা মোঃ নাসির উদ্দিন বলেন, জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমা। জানি না আগামী বছর জুমাতুল বিদায় আমরা থাকতে পারব কিনা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ওসিলায় আমাদের হায়াতে বারাকাহ দান করুন। আগামীর দিনগুলোতে ইমান ও নিষ্ঠার সঙ্গে দ্বীনের পথে অবিচল রাখুন। পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসাবেই মুসলিম দুনিয়ায় পরিচিত। দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। রমজানের শেষ জুমা, তাই সর্বস্তরের মুসলমান এ দিনটিকে বিশেষভাবে মূল্যায়ন করে থাকেন।তাই এই দিনটি বিশেষ ভাবে পালন করার জন্য বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে নামাজ আদায় করতে আসেন।